আনোয়ারা ( চট্রগ্রাম ) প্রতিনিধি
চট্রগ্রামের আনোয়ারা উপজেলার সিংহরা নাথ পাড়া শ্রী শ্রী লোকনাথ ধামের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠামালা শুরু হচ্ছে আজ। আজ ৬ র্মাচ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৮ র্মাচ শনিবার পযর্ন্ত বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে এই মহানামযজ্ঞ চলবে।
অনুষ্ঠান মালায় রয়েছে ঊষা র্কীতন,শ্রীমদ্ভগবদগীতা পাঠ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,অষ্টপ্রহরব্যাপী মহানাম সংর্কীতন, লোকনাথ বাবার বাল্যভোগ ও রাজভোগ নিবেদন,আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন ও ঊষালগ্নে পূর্ণাহুতি ও নগর পরিক্রমা। এতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবেন শ্রী সন্জীব দেবনাথ। মহানামযজ্ঞ এর শুভ অধিবাস করবেন শ্রী রধির কৃষ্ণ দাশ।পেীরহিত্য করবেন শ্রীমৎ উজ্জল কৃষ্ণ দাশ। মহানাম সংর্কীতন করবেন শ্রী রুপ সনাতন সম্প্রদায় সিলেট,শ্রী গিরিধারী সম্প্রদায় চট্রগ্রাম,স্বামী চিন্তাহরী সম্প্রদায় চট্রগ্রাম ও শ্রী মা বিশখা সম্প্রদায় খুলনা।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে সার্বিক সহযোগিতা ও স্বপরিজন স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সভাপতি শ্রী পরেশ নাথ ৯ টিটু ) ও সাধারণ সম্পাদক শ্রী সন্জীব দেব নাথ।
প্র/ আরডি