ইয়াসির আরাফাত, হাকিমপুর প্রতিনিধিঃ
হাকিমপুর উপজেলা প্রেসক্লাব ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরের ন্যায় এবারও হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি এবং জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার হাকিমপুর প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন মেজর এর সভাপতিত্বে ১৫ রমজান রোজ রবিবার ১৬ মার্চ ২০২৫ হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের আয়োজনে সুষ্ঠু ও সাবলীলভাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার আমীর মোঃ আমিনুল ইসলাম, রিকাবী চকচকা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস আলী মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বানু চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাবসায়ীগন ছাড়াও হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় এবং দৈনিক প্রথম পত্রিকার হাকিমপুর উপজেলা প্রতিনিধি ইয়াসির আরাফাত,জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি আক্তারুজ্জামান চৌধুরী, লোকালয় বার্তা পত্রিকার হাকিমপুর প্রতিনিধি আনিছুর রহমান মিলন, ডিএইচএন চ্যানেলের জাহাঙ্গীর খান ও উক্ত প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নতি এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসাধারণের সেবা করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে ইফতারের মাধ্যমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল শেষ হয়।
প্র/ই আ