আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে সনাতনী সম্প্রদায়ের মহা তীর্থ বারুনী স্নান। যেটি পারকি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে। তারই প্রাক প্রস্তুতি উপলক্ষে এক প্রস্তুতি সভা বারুণীস্নান উদযাপন পরিষদের আহবায়ক রবীন্দ্র দেবনাথ রবি এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা সবুজ কান্তি দেব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি মাস্টার প্রকৃতি রঞ্জন দত্ত, প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র,উদ্বোধক ছিলেন সজীব দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন নারায়ণ সরকার, জগদীশ সিংহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দাশ,আদিনাথ সিংহ,রতন গুপ্ত, কাজল বোস,সজীব দত্ত সৌরভ, প্রকৌশলী ইমন দত্ত, এডভোকেট পঙ্কজ নাথ,রামলাল দেবনাথ, আশীষ চৌধুরী, তুষার চক্রবর্তী, বাচ্চু দে,লিটন ভট্টাচার্য, জিতেন দে প্রমুখ।