মো আবদুল করিম সোহাগ - ঢাকা
গানটির গীতিকার সুরকার এ আর রাজ এবং সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।
ইতিমধ্যে Media voice এর ব্যানারে এফ এ সুমন'র কন্ঠে "আদর দিলাম কাজল পাখি" শিরোনামের গানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
"দিলের কোকিল"
শিরোনামের গানটি ২৩ তারিখ বিকাল ৩ ঘটিকায় media voice ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।
media voice ইতিমধ্যে বেশ কয়েকজন স্বনামধন্য বিক্ষাত কণ্ঠশিল্পীদের নিয়ে কাজ করে প্রসংশা কুড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, আগুন,সালমা, এফ এ সুমনসহ আরো অনেকেই। এই তারকাদের কাছেও মিডিয়া ভয়েজ খুব সুনাম পেয়েছে।
এ আর রাজ জানান, শ্রোতাগন ও দর্শকমন্ডলি মিডিয়া ভয়েজের সাথে থাকলে তার অনুপ্রেরণা যোগাবে।
তিনি শ্রোতাদের "দিলের কোকিল" এবং "বিচ্ছেদের আগুন" একবার হলেও শোনে মন্তব্য করার অনুরোধ জানিয়েছেন।
প্র/ সো