আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনোয়ারা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ শে মার্চ) বিকেলে উপজেলা পার্ক-২৪ কনভেনশন হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল মোঃ সোহানুর রহমান সোহাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন,আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার ওসমান গণি,আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আহসান উদ্দীন,দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার
ইমরান বিন ছবুর,বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রির্পোটার ও উপজেলা ক্রীড়া কমিটি এডহক কমিটির সদস্য ইমরান এমি,
আনোয়ারা উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কেএম সরওয়ার হোসেন,চট্টগ্রাম দক্ষিণজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম,আনোয়ারা উপজেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ কায়সার,আনোয়ারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাসির শাহ্।
আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক সুমন শাহ্,আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম,বারখাইন জামায়াত ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেন,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কমরুদ্দীন,আনোয়ার প্রেসক্লাবের সহ-সভাপতি ডি,এইচ, মনসুর, আনোয়ারা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা রূপন দত্ত,উপজেলা ক্রীড়া এডহক কমিটির সদস্য মোঃ মহসিন, আনোয়ারের সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সাংবাদিক জাহিদ হৃদয়,
একুশে পত্রিকার প্রতিনিধি জিন্নাত আয়ুব,দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন,নয়া বাংলা প্রতিনিধি আক্কাচ উদ্দীন, যুগান্তর প্রতিনিধি রতন কান্তি, আমাদের সময় প্রতিনিধি ইকবাল বাহার, নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল কবির,সাংবাদিক শেখ আব্দুল্লাহ,মানবজমিন প্রতিনিধি রিয়াদ হোসেন সহ সুশীল সমাজ, পেশাজীবি, শিক্ষক, সাংবাদিক,রাজনৈতিক ও সামাজিক মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে অসুস্থ যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এম.আনোয়ারুল হকের সুস্থতা ও ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।