আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের এক সাথে কাজ করতে হবে। এদেশ এবং এদেশের মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন তাই জামায়াতে ইসলামী বিশ্বাস করে বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ কুরআনকে এই জমিনের সংবিধান বানানো প্রয়োজন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর বুড়ি পুকুর মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি রোজার শিক্ষা নিয়ে সবাইকে নিজেদেরকে পরিশুদ্ধ হতে বলেন। কুরানের শিক্ষা কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান ।
হাইলধর বদিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের সাবেক প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদের সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রাটারি আব্দুস সবুরের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইলধর আল জামেয়াতুল আরাবিয়া বালক বালিকা মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, জামায়াতে ইসলামীর দায়িত্বশীল আব্দুর রহিম, হেলাল উদ্দিন প্রমুখ।