আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সদর ইউনিয়নের বিলপুর গ্রামের আকবর আলী চেয়ারম্যান বাড়ির ক্ষতিগ্রস্ত মোহাম্মদ শাহজাহানের বাড়িতে যান। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি এস.এম.শাহেদুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ কায়ছার, এডভোকেট মোহাম্মদ আলমগীর, জামায়াত ইসলামী ৮ নং ওয়ার্ড এর সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ব্যাংকার মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মোহাম্মদ শাহজাহান এর একটি বসতঘর ভস্মিভূত হয়ে যায়।এতে আগুনে তিনটি ছাগল, ৩২ টি হাঁসমুরগি, ইসলামী ব্যাংকের থেকে লোনের নগদ ৯৭হাজার ৫শত টাকাসহ মোট ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রথম / আরডি