উৎফল বড়ুয়া
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর পক্ষ থেকে চারশত দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ২৯ মার্চ ২০২৫ শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর পক্ষ থেকে চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে শান্তিনগর বাজারের পাশে অবস্থানকারী বস্তিতে দুস্থ পরিবারের মাঝে চারশত প্যাকেট ঈদ উপহার সামগ্রী স্থানীয় সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়েছে। শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর পক্ষে বোর্ড ডাইরেক্টর লায়ন লোকপ্রিয় বড়ূয়া এমজেএফ এর তত্বাবধানে এই সেবা কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ; লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন শিবুল সেন, লায়ন মেজবাহ উদ্দিন, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া প্রমূখ ।
অনুষ্টানে প্রারম্ভিক বক্তব্যে লোকপ্রিয় বড়ুয়া বলেন; শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পক্ষ হতে আগামী কাল ৩০শে মার্চ ২০২৫ পূর্ব মোল্লা পাড়া প্রকাশ পশ্চিম মিস্ত্রীপাড়া এলাকায় আরো তিনশত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। উল্লেখ্য যে, বাংলাদেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ছবির ক্যপশনঃ শিপার্স কাউন্সিলের বোর্ড ডাইরেক্টর লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন এবং পাশে অন্যান্য সহযোগি বিশিষ্ট লায়নগনকে দেখা যাচ্ছে।
প্রথম /উৎপল