আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারার শতবর্ষী ইছামতির মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৫ এপ্রিল ) শনিবার এই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের বাসন্তী পূজার সময় অষ্টমী তিথীর দিনে এটি অনুষ্ঠিত হয়। মেলাটি সনাতনী ধর্মালম্বীদের মিলনমেলায় রূপ নিয়েছে।
জানা গেছে, ১৭৪৮ খৃষ্টাব্দে আনোয়ারা উপজেলা সদরের ইছামতি নদীর পারে ইছামতি বিগ্রহ মন্দিরে সনাতনী সম্প্রদায়ের লোকেরা বাসন্তী পূজার অষ্টমী তিথীর দিনে জড়ো হন এবং তারা সেখানে গঙ্গাস্নান ও আরাধনা করেন। মন্দির এলাকায় এ উপলক্ষে প্রতি বছর মেলা জমে উঠে। মেলায় বিভিন্ন রকমের ঘর-গেরস্থালীর জিনিসপত্র সহ ব্যাপক সমারোহ ঘটে।
শনিবার আনোয়ারা সদরের ইছামতি খালের পাড়ে দেখা গেছে, সনাতনীরা সেখানে গঙ্গাস্নানের পাশাপাশি তারা পূজা করছেন। সেখানে এক ধর্মীয় ভাব গাম্বীর্যের সৃষ্টি হয়েছে।
মেলায় আসা অশিিতপর বৃদ্ধা শোভা রানী দত্ত বলেন, খুব ছোট বেলা থেকেই মেলায় আসছি। আগে যেভাবে মেলার আয়োজন হতো এবার সেরকম তেমন চোখে পড়েনি।
মেলায় আসা শিউলী দত্ত বলেন, অনেক বড় মানত করে এখানে এসেছি। ভালোই লাগলো। তিনি আরো বলেন, এই প্রথম এখানে এসেছি। আনোয়ারা সদরের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সুমন মিত্র বলেন, অষ্টমী তিথীতে এই মেলাকে ঘিরে আমাদের আনোয়ারা জমজমাট হয়ে ওঠে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পূজারীরা আসেন। মেলায় হরেক রকমের পসরা সাজিয়ে দোকানিরা দোকান বসান।
বিলপুর ওয়ার্ড এর ইউপি সদস্য রাজু দাশগুপ্ত বলেন, এটি আনোয়ারার একটি ঐতিহ্যবাহী মেলা।যেটিকে ঘিরে আনোয়ারাসহ আশেপাশের আরো বিভিন্ন উপজেলার মানুষ এখানে এসে গঙ্গাস্নান করেন। আনোয়ার সদর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।
এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে আনোয়ারা উপজেলা প্রশাসন, আনোয়ারা থানা পুলিশ, আনোয়ারায় দায়িত্বরত সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করেছেন।