ঠাকুরগাঁও প্রতিনিধি –
ঠাকুরগাঁও এর রাণীশৈংকৈলে সনাতনীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সভাপতি সুপ্রিম কোর্টের জৈষ্ঠ্য আইনজীবী এ্যাড রবীন্দ্র ঘোষ।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়।এতে কয়েকন আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলায় অনেক ঘর বাড়িতে লুটপাট করা হয়।
এসময় অনেকের বাড়ী ঘরে রক্ষিত টাকা-পয়সা স্বর্ন অলংকার লুট করে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এই ঘটনার ব্যাপারে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ রানিশংকৈল উপজেলার নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি খুবই সামান্য। মোবাইল নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। উভয়পক্ষকে ডেকে একটি সমঝোতা করার চেষ্টা করছি।। এই ঘটনায় মামলা হলো না কেন জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনা পুলিশ সুপার জানেন একটা সমঝোতার মধ্যে হিন্দু-মুসলমান মিলেমিশে থাকার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি সুপ্রিম কোর্টের জৈষ্ঠ্য আইনজীবী রবীন্দ্র ঘোষ উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইন অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।
প্রথম /আরডি