আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি :-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেয়াং পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পালের তান্ডবে আবুল কাসেম দুলাল (৬০) নামে এক বৃদ্ধ এবং রেহানা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ শে সেপ্টেম্বর) বৈরাগ ইউনিয়ন ৬ এবং ৮ নং ওয়ার্ড বন্যহাতি বন্যহাতির পালের তান্ডব এই দূর্ঘটনার ঘটেছে।
প্রতক্ষদর্শী নুরুল আলম জানান – রাত সারে ৯ টার দিকে দুলাল সরকারি আশ্রয়ন প্রকল্পে ঘর থেকে বাহির হলে দেয়াং পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পাল দুলাল ওপর তান্ডব চালিয়ে মারাত্মক আহত করছে।স্থানীদের সহযোগিতায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে রোগীর অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুলাল ইউনিয়নের গুয়াপঞ্চক ৪ নং ওয়ার্ডের শাহ আহম্মেদ বাড়ীর মৃত মুজিবুল হকের পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর।নিজস্ব জায়গা না থাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন তিনি। নিহতের
স্ত্রী, ৩ মেয়ে ২ ছেলে সন্তান রয়েছে।
অন্যদিকে রাত দেরটার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড খোশাল তালুকদার এর বাড়ির রেহানা আক্তার (৩৮) বাড়ি থেকে বাহির হয়ে বাসায় বেড়াতে আসা মেহমানদের একটু এগিয়ে দিয়ে আসতে গিয়ে বন্যহাতির আক্রমনে স্ট্রোক মরে ঘটনা স্থানেই জ্ঞান হারিয়ে পেলে।স্থানীয় ও পারিবারিক সদস্যদের সহযোগিতায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্ব চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত রেহানা আক্তার আকতারের স্ত্রী। তার ৩ টা পুত্র সন্তান রয়েছে স্থানীয়রা জানান।
এবিষয়ের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান- গতরাতে বন্যহাতির আক্রমণে আহত হয়ে দুলাল নামে এক বৃদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।তবে এই বিষয়ের থানায় কোন মামলা হয়নি।আইনি প্রক্রিয়া শেষ পারিবারিক সুপারিশের পোস্টমর্টেম না করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রেহানা আক্তার (৩৮) নামে বন্যহাতির আক্রমণ এক মহিলাও মারা গেছে। হাসপাতালে নেওয়া পথে মারা যাওয়ায় আইনি প্রক্রিয়া ছাড়া লাশটি দাফন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেনটারও মামলা হয়নি।
বাঁশখালী জলদি রেঞ্জ এর কর্মকর্তা আনিসুজ্জান জানান,যদি বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করে তাহলে তদন্ত করে বনবিভাগ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।বন্যহাতি গুলো সরানোর কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, বন্যহাতি গুলো তাড়ানো সম্ভব না।আর মন্ত্রণালয় থেকে এখনো কোন আদেশ আসেনি।
প্রথম / আরডি