দক্ষিণ জেলা প্রতিনিধি :
চট্টগ্রামে কিস্তির টাকা না পেয়ে এক অসহায় পরিবারের বসত ঘরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ এস্কটেনশন এডুকেশন সার্ভিসেস ( বিজ ) এনজিওর এক মাঠ কর্মীর বিরুদ্ধে। যার এমআরএ সনদ নং ০০৫৭২-০২৫১৭-০০২৬৩।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার করনখাইন গ্রামের হরিপদ দে এর বাড়িতে এ ঘঠনা ঘটে।
করনখাইন গ্রামের অপু দে এর স্ত্রী মুন্নি দে জানান, সম্প্রতি তিনি পটিয়ায় বাংলাদেশ এস্কটেনশন এডুকেশন সার্ভিসেস ( বিজ ) এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর প্রতি সপ্তাহে বাইশত টাকা করে দশ কিস্তি পরিশোধ করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি সঠিক সময়ে দিতে না পারায় এনজিও”র মাঠকর্মী বিজন চাকমা মঙ্গলবার সকাল দশটায় তার বসত ঘরে হামলা করেন। এতে তার ঘরের দরজা ভেঙে যায়। তিনি আরো জানান, আমার স্বামীর বর্তমানে কোন কাজ না থাকার কারনে সময় মতো কিস্তি পরিশোধ করতে পারেনি। তবে এনজি থেকে সময় চেয়েছিলাম তারা সেটা শোনেননি।তারা আজ আমার বসত ঘরে হামলা করে ঘরের দরজা ভাঙচুর করে। আমরা অতিশিগ্রই মামলার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কিস্তির টাকা দিতে না পারায় এনজি কর্মকর্তা দিপেন চাকমা সরাসরি এসে তার ঘরে হামলা করে। তাদের এমন আচারনে ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীর।
অন্যদিকে হামলা কারী দিপেন চাকমা নিজের দোষ স্বীকার করে সংবাদ মাধ্যম কে বলেন, কিস্তির টাকা না পেয়ে তখন আমার মেজাজ ঠিক ছিলো না। আমি লুটপাট করি নাই, তবে তার বসত ঘরের দরজায় লাথি মেরেছি।
প্রথম / আরডি