শুভদেব দাশ ( চট্টগ্রাম) সাতকানিয়া :-
সাতকানিয়ার কেরানী হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) বিকেলে এই মোবাইল কোট পরিচালনা করা হয়।
এসময় বাস ও ট্রাক ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রোড পারমিট চেক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৮৯০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কেরানী হাট কাঁচাবাজারে ১টি মামলায় ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় দোকানে সংরক্ষিত পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের জন্য মাইকিং করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন,সাতকানিয়া কেরানিহাটে যেনো কোনো সিন্ডিকেট প্রভাব কাটাতে না পারে সে বিষয়ে নজরদারি রাখবেন উপজেলা প্রশাসক।সাধারণ জনগণ যেনো শান্তিতে ও নির্ভয়ে চলাচল বা বাজার করতে পারে সেই বিষয়ে ও নজর রাখবেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।
প্রথম / আরডি