আব্দুর রাজ্জাক – দিনাজপুর :-
দিনাজপুরের ঘোড়াঘাটে ঘোড়াঘাট প্রেস ক্লাব অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ সদস্য কে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ( ৪ অক্টোবর) সকালে ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ গাফফার প্রধানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারকৃত সদস্যরা হলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ, সহ-সভাপতি মাহতাব উদ্দিন আলমাহমুদ, সদস্য আব্দুল লতিফ সরকার। বহিস্কৃতরা সাংবাদিকের পরিচয় দিয়ে বিভিন্ন স্হানে ক্ষমতার অপব্যবহার, অর্থ লেনদেন সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। প্রেস ক্লাবের নামে সরকারি অনুদান নিয়ে তা আত্মসাৎ করেছেন শহিদুল ইসলাম আকাশ। এ ছাড়া তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক থাকাকালীন উপজেলা কৃষক লীগের সভাপতি হওয়ায় সাধারণ মানুষকে হয়রানী সহ ভয়ভীতি প্রদর্শন করেছেন। যা সংগঠনের পরিপন্থী কাজ।
সভায় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট প্রেস ক্লাবের, ১। সভাপতি এম এ গোফ্ফার প্রধান, ২। সহ সভাপতি মোঃ তোজাম্মেল হক, ৩।ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ৪। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুন্নবী, ৫,।সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ৬।ক্রিয়া সম্পাদন মোঃ আব্দুর রাজ্জাক, ৭।পাঠাগার ও সায়িত বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসাইন, ৮। দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবীব, ৯। সদস্য মোঃ মোফাজ্জল হোসেন,১০।সদস্য মোঃ সুমন মিয়া, ১১। সদস্য মোঃ নজিবর।
ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গোফ্ফার প্রধান উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম / আরডি