আব্দুর রাজ্জাক –
কিশোরগঞ্জে রাতের আঁধারে মন্দিরে দুর্গার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর )ভোররাতে জেলা শহরের বত্রিশ এলাকার বড় বাজার-মণিপুরঘাট রোডে শ্রী শ্রী জিউর আখড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল দিনের বেলায় এখানে পুলিশ সদস্যরা পাহাড়ায় ছিলেন। পরে রাতে স্থানীয় গোপীনাথ সংঘ সংগঠনের সদস্যরা মূর্তি পাহাড়ায় থেকে রাত সাড়ে ৩ টার দিকে ঘুমাতে চলে যান। এরপর ভোরে কোনো এক সময় দুর্বৃত্তরা মূর্তি ভাঙচুর করে পালিয়ে যায়। এই আখড়াটিতে প্রথমবারের মতো দুর্গা পূজার জন্য মূর্তি বানিয়ে পূজার আয়োজন করা হচ্ছিল।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বি ডি এম ডাব্লুর সদস্যবৃন্দরা খবর পেয়েছেন যে আজ খুব সকালবেলা কিছু দুষ্কৃতিকারী মন্দিরে প্রবেশ করে অনাহুত ভাবে মন্দিরের সব প্রতিমা ভাঙচুর করেছে। কিশোরন্গঞ্জের প্রশাসন কতৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারে নাই । তদন্ত অব্যাহত আছে বলে মানবাধিকার কর্মীদের জানিয়েছেন পুলিশ।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রথম / আরডি