নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ফখর জামান লিখেছেন, ‘দলের সেরা ব্যাটার’-কে বাদ দেওয়া ‘চিন্তার বিষয়’ এবং এধরনের সিদ্ধান্ত দলের ভেতরে নেতিবাচক বার্তা দিচ্ছে। এমনকি ফখর সরাসরি বোর্ডের প্রতি সিদ্ধান্ত বদলানোর আহ্বানও জানিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের স্কোয়াড ঘোষণার মিনিট পাঁচেক আগে ফখর ওই পোস্ট করেন। পরে দেখা যায়, ফখরের কথাই সত্যি। বাবর ছাড়াও বাদ পড়েন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।
ফখর লিখেছেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে, যা চিন্তার ব্যাপার। ২০২০ ও ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে বিরাট কোহলি যখন খুব বাজে ফর্মে ছিল- তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০; তখনও কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। আমরা যদি দলের সবচেয়ে সেরা ব্যাটার, যাকে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা বলা যায়- তাকে এভাবে বাদ দেওয়া হয়, তাহলে সেটা দলের ভেতরে নেতিবাচক বার্তা হিসেবে যায়। এখনও সময় আছে; আমাদের সেরা খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের সুরক্ষা দিতে হবে। ‘
পিসিবি ফখরকে এমন পোস্ট দেওয়ায় শোকজ করে ব্যাখ্যা দেওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছে। তাতে পিসিবির সঙ্গে ফখরের দূরত্ব আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। গত মাসেই তিনি পিসিবির এক পরিচালকের বিরুদ্ধে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির কাছে দুর্ব্যবহারের অভিযোগ জানিয়েছিলেন। ফখরের অভিযোগ ছিল, বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার এনওসি (অনাপত্তিপত্র) দিতে গড়িমসি করেছেন পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনসের পরিচালক উসমান ওয়াহলা। তবে পিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত সেই অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১০.৩৫ এএম, অক্টোবর ১৫, ২০২৪
প্রথম/আরডি