ইয়াসির আরাফাত, হাকিমপুর ( দিনাজপুর ) :-
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও মাদক মামলার আসামী সহ ৪ জন কে গ্রেফতার করে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সুযোগ্য সহকারী পুলিশ সুপার জনাব, আ.ন.ম নিয়ামতউল্লাহর দিক নির্দেশনায় ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিয়া সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম জাহাঙ্গীর আলম এর প্রত্যক্ষ তদারকিতে এস আই আরিফুর রহমান এর নেতৃত্বে এএসআই হারুন অর রশিদ, এস আই আব্দুল ওহাব ও সঙ্গীয় অন্যান্য অফিসার/ফোর্সের একটি টিম কর্তৃক যাত্রাবাড়ী থানার মামলা নং ১২১(১০)০৯ মাদক সংক্রান্ত মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ রিপন (৩৭) পিতা-মোসলেম উদ্দিন সাং বিশাপাড়া থানা-হাকিমপুর জেলা-দিনাজপুর কে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে অদ্য ১৫/১০/২০২৪ ইং তারিখে বিকাল ৫ টায় গ্রেফতার করা হয়। আজ ১৬/১০/২০২৫ ইং তারিখে উল্লেখিত আসামিকে যথাযথও পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সর্বমোট চারজন আসামীকে আটক করে হাকিমপুর থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিয়া আরও জানান, হাকিমপুর থানা এলাকা থেকে সকল ধরণের বিশৃঙ্খলা ও বেআইনী কর্মকাণ্ড প্রতিরোধ ও মাদকদ্রব্য সেবন ও বিক্রয় নিয়ন্ত্রণে হাকিমপুর থানা পুলিশের সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রকাশের সময় -৮.৩৭ পিএম,১৬ অক্টোবর ২৪
প্রথম / আরডি