আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা –
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অফিসের অভিযান পরিচালনা করে ৪লাখ টাকা মূল্যের ৮টি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী, কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অফিসের অভিযান অব্যহত থাকবে।
প্রথম / আরডি