1. rupandatta998@gmail.com : প্রথম : প্রথম প্রথম
  2. info@www.protam.online : প্রথম :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "---" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
আনোয়ারায়  নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা সম্প্রীতি ভবন’আমাদের এই ঐতিহ্যকে আরও প্রসারিত করবে: ড. ইউনূস আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই:সেনা প্রধান আশরাফ উদ্দিন সিকদার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে চট্টগ্রামে “ক্লাইমেট স্ট্রাইক ২০২৫” উদযাপিত মঙ্গল’ বাদ দিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির র‌্যালি ও সমাবেশে আনোয়ারায় রফিক ফয়েজ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী পেল ৩শতাধিক শিক্ষার্থী ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ তম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি –

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতার অংশ হিসেবে আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩) অক্টোবর সকাল ০৯টা থেকে উপজেলার গুন্দ্বীপ হাফেজিয়া দারুল কুরআন মাদরাসা প্রাঙ্গনে দিনব্যাপী আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০৫ জন ছাত্রদের উপস্থিতিতে ১০ জন বিচারকের মাধ্যমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মহিউদ্দীনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক সম্পাদক হাফেজ কারী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুন্দীপ হাফেজিয়া দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মুছা,ডুমিরয়া মাদরাসার পরিচালক মাওলানা রেজাউল করিম, বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার ছদরে মুহতামিম ক্বারি মাওলানা ইসহাক,আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন উপদেষ্টা হাফেজ মাওলানা এজাজ,উপদেষ্টা ক্বারী মাওলানা সাইফুল্লাহ,শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসেন আজিজি।

দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রশিদ এবং প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহিদি।হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলার হাফেজ মাওলানা আবদুল মজিদ।

এতে ৫ পারা গ্রুপের বিজয়ী তিনজন হলেন,১ম-মুহাম্মদ সাদ পিতা-মোঃ মোজাম্মেল,দারুত তাকওয়া লি-তাহফিজিল কুরআনিল কারিম,২য়- মোঃ ইস্তিয়াক হোসেন তাইয়েফ পিতাঃ সেলিম উদ্দীন,দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিম,৩য়-আমিরুল ইসলাম পিতা : মোঃ ইদ্রিস জামেয়াতুল উলুম ভিংরোল মাদরাসা। ১০ পারা গ্রুপের বিজয়ীরা হলেন,১নং মোঃ আবরারুল হক পিল: মুহাঃ রফিকুল ইসলাম -আল্লামা রমিজ আহমদ দারুল কুরআন একাডেমী,২য়- মোঃ ওবাইদুল গফফার হুজাইফা পিতা- মাওঃ আব্দুল ওয়াজিদ,দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিম,৩য় ইফতিকার হোসেন রিয়াদ,হযরত আবুবকর সিদ্দিক রা: তাজবিদুল কুরান মডেল মাদ্রাসা। ২০ পারা গ্রুপের বিজয়ী তিনজন হলেন, ১ম- ইফতিকার হোসাইন মিশকাত পিতা: মুহাম্মদ ইসমাইল, দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিম,বটতলী।২য় মুহাঃ রায়হান উদ্দীন,পিতা: মুজিবুর রহমান -রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা,৩য়-মুহাম্মদ আরমান,পিতা: মনসুর আহমদ,মরহম মাহফুজুর রহমান মারকাজুত তাহফিজ মাদরাসা।৩০ পারা গ্রুপের বিজয়ী তিনজন হলেন,১ম- মুহাম্মদ মিরাজ পিতা: মামুনুর রশিদ,দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারিম,বটতলী। ২য় মুহাম্মদ হামিম – পিতা: আব্দুর রহিম,পীরখাইন ইসলামিয়া মাদ্রাসা।৩য়: মুহাম্মদ সাজিদুল্লাহ পিতা: ছলিম উল্লাহ,চালিতাতলী আনোয়ারুল উলুম মাদরাসা।

এতে মোট- ৩০৫ জন প্রতিযোগির মধ্যে ৫ পারার ১৪ জন ,১০ পারার ১৩জন ,২০পারার ০৭ জন,৩০ পারার ০৭ সর্বমোট ৪১ জন উত্তীর্ণ হয়েছে তাদেরকে অর্থ সম্মাননা,ক্রেস্ট এবং সনদ ও জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইয়েসকার্ড পাওয়ার সুযোগ পেয়েছে।বাকি অংশগ্রহণকারী প্রতিযোগিদের সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন,আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সহ-সভাপতি ক্বারি মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী,হাফেজ আবদুল আজিজ ফয়সাল,হাফেজ মহিউদ্দীন মনজুর,হাফেজ জামাল উদ্দীন,হাফেজ আবদুল আলিম আহমদী,হাফেজ দিদার আহমেদ,হাফেজ শিহাব উদ্দীন,হাফেজ মাইনুদ্দিন, হাফেজ এখলাছুর রহমান হাফেজ ক্বারী মিজানুর রহমান,হাফেজ মাওলানা নেজাম উদ্দীন তালুকদার প্রমুখ।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুল ইসলাম বলেন,দীর্ঘ এক মাস এই প্রতিযোগিতার জন্য সবার পরিশ্রম ও সহযোগিতায় আজকের প্রতিযোগিতা সফল করতে সক্ষম হয়েছি। বিগত বারের ন্যায় এই বছর সর্বোচ্চ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন জেলায় অংশগ্রহণকারী ছাত্রদের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

এতে ৩০৫ জন প্রতিযোগিদের মধ্যে ৪১জন ইয়েস কার্ড প্রাপ্ত হয়ে জেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ লাভ করে।বাকি সকল প্রতিযোগিদের থানা কর্তক সনদ প্রদান হয়।পরিশেষে দেশ জাতির কল্যাণ কামনা ও সকল পর্যায়ের হুফফাজে কেরাম এবং কুরআনের হাফেজদের জন্য বিশেষভাবে দোয়া করে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

প্রথম / আরডি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট