রুপন দত্ত : চট্টগ্রাম –
সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবির আন্দোলন নষ্ট করতে নানামুখী চক্রান্ত হচ্ছে। তারই অংশ হিসেবে সংসার ত্যাগী সাধুদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার নামে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। মামলার বাদী ফিরোজ খানকে বিএনপির থানা কমিটি বহিষ্কার করলে হবে না। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীরসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হবে। যদি তা না করে কোন সাধুর গায়ে হাত দেওয়া হয় সারা বাংলায় আগুন জ্বলবে।সনাতনীদের সব ছিল শুধু ঐক্য ছিলো না। এবার ঐক্য হয়েছে প্রয়োজনে লক্ষ যুবক কারাবরণ করতে প্রস্তুত। তাই প্রশাসন যাতে সুশৃংখল আন্দোলনকে নষ্ট করার প্রয়াশ না চালায়।তারা কোন উদ্দেশ্যে আন্দোলনে আসা হিন্দুদের বাধা দিবে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীরসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশের বিভাগীয় শহরে প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, আমরা প্রশাসনকে সময় দিয়েছি ৪ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যদের নামে দায়েরকৃত মামলা মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশের সনাতনীরা ক্ষোভে ফেটে পড়েছে। সারাদেশে সনাতনীরা মাঠে নেমেছে। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার না হয় তবে বিশ্বব্যাপি এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু আজকের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্নভাবে বাঁধা দেওয়া হয়েছে। বাঁধা দিয়ে লাভ হবে না। সনাতনীরা নিজেদের অধিকার আদায়ে মাঠে নেমেছে, তাদের ভয় নেই। দেখছেন নর নারী, শিশু, বৃদ্ধ সবাই রাজপথে নেমেছে তাদের অধিকার আদায় ও শান্তিতে এদেশে বসবাস করতে। আমরা এদেশের ভূমি সন্তান। আমাদের উৎখাত করা সহজ না। আমরা অধিকারের কথা বললে মিথ্যা মামলা দিবেন এই বিষয় সনাতনীরা সহ্য করবে না। ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিয়েছে। সুতরাং আপনারা আবার নতুন কোনো বৈষম্য ও অন্যায় করবেন না। সময় আছে সনাতনীদের ৮ দফা বাস্তবায়ন করুন এবং মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করুন। আর ওই ফিরোজকে কে ইন্ধন দিয়েছে তা বের করুন। কারণ সে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে। ফিরোজকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।
সমাবশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। সমন্বয়ক সুমন দে এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসুদেব আশ্রেমর অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য মহারাজ ,শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারী, রিগান চৈতন্য দাস, তাপসানন্দ ব্রহ্মচারী, অকিঞ্জন গোর দাস ব্রহ্মচারী, দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী,সুচারু কৃষ্ণ দাস,পরিতোষানন্দ মহারাজ,শ্রীল সুধারাম মহারাজ, মিলন শর্মা, কুশল বরণ চক্রবর্তী, কাঞ্চন আচার্য্য, ডা. যীশুময় দেব, জুয়েল আইচ, সুব্রত দাস আকাশ, টিটু শীল, রুবেল দাস,লিংকন তালুকদার,সুহৃদ গৌরাঙ্গ দাস, অমিত পাড়িয়াল প্রমুখ।
প্রথম / আরডি