আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি –
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২ তম মৃত্যুবার্ষিকী আজ ।
প্রতি বছর আনোয়ারার হাইলধর নিজ গ্রামে নানা আয়োজন থাকলেও এবছর তেমন কোন আয়োজন নেই। কারন বিগত আওয়ামিলীগ সরকারের আমলে তার বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মন্ত্রী থাকা অবস্থায় পরিবেশটা ছিল ভিন্ন। কিন্তু গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর জাবেদ পলাতক। তাছাড়া দলের প্রায় সব নেতা কর্মীও পলাতক। তাই এবছর অনেকটা নিরবে কেটে যাবে তার মৃত্যু বার্ষিকী।
উল্লেখ্য, ১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রথম / আরডি