তিনি বলেন, সারা দেশের মানুষ দেখেছে, একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর চট্টগ্রামে একজন আইনজীবীকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে! মসজিদে হামলা হয়েছে। এ সবকিছুর পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এ দেশের সর্বস্তরের মানুষ যেকোনো মূল্যে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এ দেশ আমাদের সবার। আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি। তাই যেকোনো ষড়যন্ত্র ও উস্কানির ফাঁদে পা দিয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জিপি শামীম আহমদ সিদ্দিকী, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) অ্যাডভোকেট সাঈদ আহমদ।
আরও বক্তব্য দেন, সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ এজাজ উদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডিশনাল পিপি আল বসলাম মুমিন, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ওবায়দুর রাহমান ফাহমী প্রমুখ।
প্রথম/আরডি