চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগামী ২ বছরের জন্য বেসরকারি কারা পরিদর্শক হিসেবে চন্দনাইশের কৃতি সন্তান উজ্জ্বল বরণ বিশ্বাস কে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
উজ্জল বরণ বিশ্বাস বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
যোগাযোগ করা হলে উজ্জ্বল বরণ বিশ্বাস বলেন, বেসরকারি কারা পরিদর্শকের কাজটি হচ্ছে স্বেচ্ছায় শ্রম দেওয়ার বিষয়। যেহেতু দায়িত্ব পেয়েছি, বন্দীদের কল্যাণে কাজ করে যাব।
উজ্জল বরণ বিশ্বাস ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আরও ১১ জনকে বেসরকারি কারা পরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাক্ষরিত চিঠিতে বলা হয়, জেল কোডের ১ম খন্ডের ৫৬ থ ধারা (১ ও ২) বিধি অনুযায়ী ১০ জন পুরুষ ও ২ জন নারীকে পরবর্তী ২ বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হল।