প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে সাক্ষাৎ করেছেন ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ( কোয়াব ) চট্টগ্রাম এর নেতৃবৃন্দরা । শনিবার (১৮ জানুয়ারী) রাতে নগরীর পাঁচতরকা হোটেল রেডিসন ব্লু তে কোয়াব, চট্রগ্রাম নেতৃবৃন্দ তামিম ইকবালের সকাশে মিলিত হয় । এই সময় কোয়াব নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার সভাপতি তামিম ইকবাল কে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে তামিম ইকবাল বলেন,
” কোয়াব, চট্টগ্রাম এতদঞ্চলের খেলোয়াড়দের ন্যায্য ও যৌক্তিক অধিকার আদায়ে কাজ করবে । খেলোয়াড়দের রুটি-রূজির সংস্থান ও চট্টগ্রামের ক্রিকেট লীগ নিয়মিত আয়োজনে কোয়াব, চট্টগ্রাম খুব শীঘ্রই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে দেখা করবে । চট্টগ্রামের ক্রিকেটারদের মান উন্নয়ন এবং চট্টগ্রামের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কোয়াব বলিষ্ঠ ভূমিকা পালন করবে “। এই সময় বৃহত্তর চট্টগ্রামের বিপুলসংখ্যক ক্রিকেট খেলোয়াড় উপস্থিত ছিলেন ।