আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
নজীরবিহীন দুর্নীতি করে নিজে এবং নিজ পরিবারকে কলঙ্কের অংশীদার করার পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা- কর্ণফুলী আসনের সাবেক সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই দুই উপজেলার মানুষকেও কলঙ্কিত করেছে। আর এই কলঙ্ক থেকে দুই উপজেলা বাসীকে কলঙ্কমুক্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় নেতা মো: এমরান চৌধুরী।
বিগত দিনের মত তিনি তার নিজ জন্মস্থান আনোয়ারা উপজেলা ও পাশের উপজেলা কর্ণফুলী নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে নিজ দলের প্রার্থী হবেন বলে জানান।
এমরান চৌধুরী আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত আলী আহম্মদ সওদাগরের নাতি ব্যবসায়ী মরহুম শাহ আলম সওদাগরের ছেলে। ।তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন – এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এক প্রতিক্রিয়ায় এমরান চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে আমি বিশ্বাস করি। বিগত দিনে যারা এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছেন তারা এই দুই উপজেলার মানুষকে কলঙ্কিত করছে।তারা নিজেরা এমন দূর্নীতি করেছে যে তাদের কারনে এই দুই উপজেলার মানুষ আজ কলঙ্কিত। দূর্নীতিবাজদের কারণে কলঙ্কিত হওয়া দুই উপজেলার মানুষকে কলঙ্কমুক্ত করাই আমার লক্ষ্য।