আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারারই বৈরাগ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ গুয়াপঞ্চক এলাকায় এক প্রবাসীর জায়গার উপর বিএনপির নাম ভাঙ্গিয়ে জোরপূর্বক পাকা রাস্তা করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে আনোয়ারা থানায় ৫ জনের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারী একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী তাসলিমা আক্তার।
জানা যায়, দেলোয়ার নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে জোড় করে সিসি ঢালায় দিয়ে প্রবাসী হাবিবুর রহমানের জায়গায় রাস্তা নির্মাণ করে।
এই বিষয়ে হাবিবুর রহমানের মেয়ে তাসলিমা আক্তার বলেন, আমাদের জায়গার উপর মো: আব্দুল মন্নান ও দেলোয়ারসহ আরো বেশ কয়েকজন ব্যক্তি মিলে রাতারাতি দখলে নিতে রাস্তা ঢালায় করে দেয়। তারা দলবলসহ সন্ত্রাসী নিয়ে এসে আমাদের জিম্মি করে আমাদের এই জায়গা দখলে নেয় এবং এখন আমাদের হুমকি দিচ্ছে বেশি বাড়াবাড়ি করলে আমাকেসহ আমার দুই সন্তানকে ইয়াবা দিয়ে চালান দিবে। সে নাকি বিএনপির নেতা। থানা পুলিশ নাকি তার কথায় উঠে আর বসে। এই অবস্থায় আমরা ভয়ে দিন যাপন করছি। এখন ওরা আমাদের ঘরের সামনে ময়লা আবর্জনা ফেলছে। আমারা এই জালিমদের থেকে মুক্তি চাই।
এই বিষয়ে অভিযুক্ত মো: আব্দুল মন্নান গফুর ও মো: দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তারা উভয়ে বলেন, এটি তাদের নিজেদের সম্পত্তি, তাদের চলাচলের জন্য রাস্তা করা হয়েছে। অভিযোগকারীর কোন জায়গা নেই। আমরা আমাদের নিজেদের জায়গায় রাস্তা করেছি।এই বিষয়ে আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
এই প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মনির হোসেন বলেন, দুই পক্ষ থানায় অভিযোগ করেছে। আমরা এদের থানায় আসতে বলবো। তারা যদি জায়গা জমির বিরোধ নিয়ে এসব ঘটনা ঘটিয়ে থাকে তা আমরা তদন্ত করে কোর্টে পাঠিয়ে দিব। তবে দুই পক্ষকে মারামারি থেকে বিরত থাকতে বলেছি অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্ক করেছি দুই পক্ষকে।
প্র / আরডি।