আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) আটক করেছে পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আনোয়ারা থানা পুলিশ।
আটককৃত নাজিম উদ্দীন উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ থাকায় নাজিম উদ্দীনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দীন অপহরণ মামলা ও বিভিন্ন মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দীন চেয়ারম্যান হয়। এছাড়া দলের প্রভাব কাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। বিগত আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং নগরের বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুই ঘণ্টার অভিযানে একটি বাসা থেকে তাকে আটক করে।
প্র/ আরডি