আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে ইয়াবা ও গাঁজাসহ মোঃ ফরিদুল আলম (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ইউনিয়নের মালঘর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদুল আলম চন্দনাইশ উপজেলার ইসলামাবাদ এলাকার মৃতঃ আব্দুর রহমান এর ছেলে ।
সূত্ত জানায় , সেনাবাহিনী টহলরত অবস্থায় হাইলধর ইউনিয়নের মালঘর বাজার হতে ৯৯০ পিচ ইয়াবাসহ ফরিদুল আলমকে আটক করতে সক্ষম হয়, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে তাহার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে তল্লাশি করে তিন কেজি গাজা এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয় পরবর্তীতে তাকে আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে আনোয়ারা থানার এস আই বাশার বলেন, ফরিদুল আলম নামে একজনকে থানায় হস্তান্তর করেছে । কাল আদালতে সোপর্দ করা হবে।
প্র/ আরডি