মো আবদুল করিম সোহাগ -বিনোদন প্রতিবেদক
ঈদের সিনেমা নিয়ে মাতামাতি প্রতি বছর হয়। রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিনদিন বাড়তে থাকে। দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদে চাঙ্গা হয়ে ওঠে!
আসন্ন ঈদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে পূর্বের ন্যায় একই মাতামাতি হচ্ছে। ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো- তারমধ্যে সবচেয়ে সরব শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। এছাড়াও ঈদুল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে জংলি, দাগি এবং জ্বীন ৩-এর মতো সিনেমা।
ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি। এটির নাম ‘বরবাদ’, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি।
কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ-বিদেশে হইচই ফেলে দিয়েছেন শাকিব। পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে।
‘বরবাদ’ দিয়ে ঈদে আবারও দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত।
মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ, বুবলী এবং দীঘি অভিনীত ‘জংলি’। সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম। প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত। ধারণা করা যাচ্ছে, আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে ‘জংলি’।
এবার ঈদে শিহাব শাহীনের হাত ধরে আফরান নিশো নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে ফিরছেন। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান, টিজার প্রকাশিত হয়নি। নিশো ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন। বলা যায়, ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে ‘দাগি’।
ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’- সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে। সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। ‘জ্বীন ৩’ তে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর ব্যবসা নিয়ে আশায় বুক বেঁধে আছে দেশের হল মালিকরা।সিনেপ্লেক্স সবচেয়ে আগ্রহী আগ্রহ ‘বরবাদ’ নিয়ে।
প্র/ সো